পোস্টগুলি

জানুয়ারী ১৭, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সিলেট শিশু একাডেমীতে ৩২ বছর ধরে বারান্দায় ক্লাস সিলেট প্রতিনিধি |

নিজস্ব ভবন নেই শিশু একাডেমী সিলেট জেলা কার্যালয়ের। তাই ৩২ বছর ধরে ভাড়া করা স্থানেই চলছে এর কার্যক্রম। আর ভাড়া করা ওই স্থানের বারান্দার মেঝেতে ক্লাস করছে শিশুরা। শিশু একাডেমীর প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠার পরই সিলেটে এর কার্যক্রম শুরু হয়। ১৯৮২ সাল থেকে নগরের রিকাবীবাজার এলাকায় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনের দোতলা জেলা প্রশাসনের কাছ থেকে ভাড়া নিয়ে সিলেট জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দোতলার ভাড়া নেওয়া চারটি কক্ষের দুটিতে প্রশাসনিক কার্যক্রম ও অপর দুটি কক্ষে পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণের কার্যক্রম চলছে। আর জায়গার অভাবে শুরু থেকেই বারান্দার মেঝেতে শিশুদের ক্লাস চলছে। সূত্র আরও জানায়, প্রায় এক হাজার শিশু বর্তমানে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি, তবলা ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। চলতি মাসের শেষ থেকে গিটার প্রশিক্ষণ চালু করা হবে। বর্তমানে বাংলাদেশে ৬৫টি স্থানে শিশু একাডেমীর প্রশিক্ষণ ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় ঢাকা ও চট্টগ্রামের পরই সিলেটের অবস্থান। জালালাবাদ ক্যান্টনমেন্

জহিরুল ইসলাম ১৭ জানুয়ারি, ২০১৫

ছবি
বাংলাদেশের মুক্তিসংগ্রামে বুদ্ধিজীবীদের অবদান অসামান্য। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁদের অনেকেই পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার হন। সেই জানা-অজানা বুদ্ধিজীবীদের নিয়ে এই ধারাবাহিক প্রতিবেদন। জহিরুল ইসলাম বামপন্থী রাজনীতিতে যুক্ত থাকলেও তাঁর মূল পরিচয় ছিল কথাশিল্পী হিসেবে। বাঁধাধরা চাকরিতে তিনি বিশ্বাসী ছিলেন না। আবার জীবিকার জন্য প্রকাশকদের ফরমাশ অনুসারে গল্প, উপন্যাস বা নোট লিখতেও ছিল তাঁর প্রবল আপত্তি। ছাত্রজীবন থেকেই ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। এই দলের সদস্যও ছিলেন। ভারত ভাগের পর এ দেশে এসে ঢাকার প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পাশাপাশি পর্যায়ক্রমে মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মা-লে), পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পৃক্ত হন। বন্ধু নাট্য সংস্থা ও ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য এবং উন্মেষ সাহিত্য সংস্কৃতি সংসদের প্রথম সভাপতি ছিলেন। কবি জসীমউদ্দীনের সাহিত্য সাধনা সংঘ ও সাংস্কৃতিক স্বাধিকার সংরক্ষণ কমিটির সঙ্গেও গভীরভাবে যুক্ত ছিলেন তিনি। জহিরুল

দিনে অন্তত ২০ মিনিট হাঁটুন

ছবি
শারীরিক নিষ্ক্রিয়তা বা আলস্যের কারণে মানুষের মৃত্যুর হার স্থূলতাজনিত কারণে মৃত্যুর হারের প্রায় দ্বিগুণ। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইউরোপের ৩ লাখ ৩৪ হাজার মানুষের ওপর ১২ বছর ধরে পরিচালিত এক জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলছেন, দিনে ২০ মিনিট নিয়মিত হাঁটলে আপনার অকালমৃত্যুর ঝুঁকি কমে যেতে পারে। আমেরিকান জার্নাল অব ক্রিটিক্যাল নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন নিয়মিত হালকা শরীরচর্চার মাধ্যমে অকালমৃত্যুর হার ১৬ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে। আলসেমিপূর্ণ জীবনযাত্রার কারণে স্থূলতা, হৃদ্রোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ে। ইউরোপে প্রতিবছর মোট ৯২ লাখ মৃত্যুর মধ্যে ৩ লাখ ৩৭ হাজার মৃত্যু কোনো না কোনোভাবে স্থূলতার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আর একই সময়ে ব্যায়াম না করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার। শীর্ষ গবেষক এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চ কাউন্সিলের মহামারিবিদ্যা শাখার অধ্যাপক উলফ একেলান্ড বলেন, তাঁদের এ গবেষণার ফলাফলে সহজ একটি বার্তা পাওয়া যায়। আর তা হলো প্রতিদিন সামান্য পরিম

মাৎস্যবিজ্ঞানে পড়ে চাকরি মো. শাহীদুজ্জামান l বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |

ছবি
সাদু পানির মাছ উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের স্থান চতুর্থ। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মাছ উৎপাদনে মৎস্যজীবীদের এ অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে ফিশারিজ গ্র্যাজুয়েটদের অক্লান্ত গবেষেণা ও সহযোগিতা। বিশাল এই কর্মযজ্ঞে যুক্ত আছেন আরও হাজার হাজার সাধারণ মানুষ। তৈরি হচ্ছে নতুন কর্মক্ষেত্র। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. ইদ্রিস মিয়া বলেন, ১৯৬৭ সাল থেকে পাক-ভারতের প্রথম অনুষদ হিসেবে মাৎস্যবিজ্ঞান দক্ষ স্নাতক তৈরি করে আসছে। মৎস্যক্ষেত্র ছাড়াও অনেক জায়গায় তাঁরা কাজ করছেন। এমনকি বিদেশেও। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞান অনুষদে সদ্য প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন কামরুন নাহার আজাদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে মাছ উৎপাদন ও প্রজনন সম্পর্কে কার্যকর ধারণা দেওয়া হয়। ভবিষ্যতে মাছ নিয়ে গবেষণা করা যায় এমন প্রতিষ্ঠানেই চাকরি করব। মৎস্য বিষয়ে পাস করে সরকারি বা বেসরকারি খাতে অনেকে ভালো চাকরি পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন অনেকেই। বিসিএসে টেকনিক্যাল ও সাধারণ কোটায় আবেদনের সুযোগ পাচ্ছেন ম

জাপানে চাকরির সুযোগ চাকরিবাকরি প্রতিবেদক | ১৬ জানুয়ারি, ২০১৫

ছবি
বর্তমান বিশ্বে দক্ষ ও অভিজ্ঞ প্রোগ্রামারদের চাহিদা অনেক বেশি। জাপানও তার ব্যতিক্রম নয়। কিন্তু সেখানে কাজ করতে বা পেতে গেলে জাপানি ভাষা জানা খুবই জরুরি। সম্প্রতি ড্যাফোডিল জাপান আইটি লিমিটেডের (ডিজেআইটি) উদ্যোগে জাপানের নামী কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের আইটি শিক্ষার্থী এবং অভিজ্ঞ প্রোগ্রামারদের সরাসরি বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করে নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। যাঁরা আবেদন করতে পারবেন কম্পিউটার ও আইটি বিষয়ে পড়ছেন বা সদ্য গ্র্যাজুয়েট, যাঁদের সি অথবা জাভা প্রোগ্রামিং জানা আছে, তাঁরা জাভা ইঞ্জিনিয়ার হিসেবে এবং যাঁদের পিএইচপি প্রোগ্রামিংয়ে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা পিএইচপি ডেভেলপার হিসেবে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০১৫ আবেদন করতে এবং চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.djit.ac যোগাযোগের জন্য: ড্যাফোডিল জাপান আইটি লি. বিডিবিএল ভবন (ষষ্ঠ তলা) ১২ কারওয়ান বাজার, ঢাকা। ফোন: ০১৭১৩৪৯৩২৭৮, ০১৭১৩৪৯৩২৮২

১৪ বছরে পা দিল উইকিপিডিয়া

ইন্টারনেট মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া ১৪ বছরে পা দিয়েছে। গতকাল ১৫ জানুয়ারি ১৩ বছর পূর্ণ করে উইকিপিডিয়া। ২০০১ সালে শুরু হয় উইকিপিডিয়ার যাত্রা। দিনটিকে ‘উইকিপিডিয়া দিবস’ হিসেবে পালন করেন উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা (উইকিপিডিয়ান)। অনলাইনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবছর উইকিপিডিয়া দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের সপ্তম জনপ্রিয় ওয়েবসাইট উইকিপিডিয়া রয়েছে ২৮৭টি ভাষায়। সব ভাষা মিলিয়ে প্রায় তিন কোটি ৪২ লাখের বেশি নিবন্ধ রয়েছে। প্রতি মাসে সারা বিশ্বে উইকিপিডিয়া দেখা হয় এক হাজার কোটিবারের বেশি। এর মধ্যে শুধু ইংরেজি ভাষার উইকিপিডিয়ায় (http://en.wikipedia.org) প্রতি মাসে নতুন ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি এবং বিভিন্ন পৃষ্ঠা দেখা হয় ১ হাজার ৮০০ কোটিবার। অলাভজনক সংস্থা হিসেবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনায় মূল উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে আরও ১২টি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে রয়েছে মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্স, মুক্ত লেখার সংকলন উইকিসোর্স, ভ্রমণবিষয়ক উইকিভয়েজ, সংবাদভিত্তিক সংকলন উইকিনিউজ, অভিধানভিত্তিক উইকিশনারি, উইকিব

২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৫০ ইংরেজি ২য় পত্র

Speech change প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ৫ নং প্রশ্ন অর্থাত্ Speech change নিয়ে আলোচনা করব। এই প্রশ্নে direct speech-এ একটি প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজটিকে তোমরা indirect speech-এ পরিবর্তন করবে। এর জন্য নম্বর থাকবে ৫। Rewrite the following passage into indirect speech. 41. Direct Speech : Suddenly a voice called out, “Good morning, gentlemen. Where are you going and what are you doing here?” “Oh, nowhere and nothing.” “But you look so pensive, why?” “Yes, you are right. We are looking for something,” replied the six blind men. “Who are you, sir?” Indirect Speech : Suddenly a voice called out addressing as gentlemen and wished them good morning. Then he asked where they were going and what they were doing there. They exclaimed that they were going nowhere and they were doing nothing. Then the voice said that they looked very pensive and asked the reason there of. The six blind men agreed with the voice and told that he was right. They added that they were looking f

পদার্থ বিজ্ঞান জোতিভূষণ বিশ্বাস, প্রভাষক, রাজউক মডেল কলেজ, ঢাকা

অধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান অধ্যায়-৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। # কোনো একটি গাড়ি নির্দিষ্ট বেগে সামনের দিকে চলছিল। গাড়িটির ভর600 kg। গাড়িটি চলার সময় এর ওপর বাতাসের বাধা ও ঘর্ষণজনিত মোট বল ছিল300 N এবং ত্বরণ ছিল1.9 m/sec2 প্রশ্ন: ক. ঘর্ষণ কী?                                         ১ প্রশ্ন: খ. নিউটনের প্রথম সূত্র থেকে কীভাবে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়?  ২ প্রশ্ন: গ. এ ত্বরণ সৃষ্টির জন্য ওই সময় প্রযুক্ত সম্মুখ বল কত ছিল?     ৩ প্রশ্ন: ঘ. গাড়িটি কেন সমবেগপ্রাপ্ত হয়? যুক্তি সহকারে বিশ্লেষণ করো।  ৪ উত্তর: ক. দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে তাদের স্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বলে। উত্তর: খ. নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু সমবেগে সরলপথে চলতে থাকবে। বস্তুর এই ধর্মকেই জড়তা বলে এবং যে কারণে এর গতীয় অবস্থা পরিবর্তন ঘটায়, সেটিই হচ্ছে বল। তাই প্রথম সূত্র থেকে জড়তা ও বলের সংজ্ঞা পাওয়া যায়। উত্তর: গ. আমরা জানি,    লব্ধি বল F = ma    

কোয়ান্টাম ফিজিক্স, নাস্তিকেরা জবাব দে

আগেই বলে রাখি, এইটা নাস্তিকতা বা আস্তিকতা বাচক কোন পোস্ট নয়। এটা শুধুই কোয়ান্টাম ফিজিক্সের আলোকে কিছু যুক্তি। দয়া করে কেউ এটাকে অন্য দিকে নিয়ে যাবেন না। আমি শুরু করছি... সৃষ্টিকর্তা, মানুষ ও সময়ঃ স্রষ্টা নিজের ইচ্ছায় সৃষ্টি করেছিলেন মহাবিশ্ব। মহাবিশ্বের সৃষ্টিতত্ব সম্পর্কে "বিগব্যাং" তত্বে বলা হয়েছে অসীম ঘনত্বের (10⁹³ kg/m³ এর চেয়েও বেশী) একটি সুক্ষ কণার থেকেই সৃষ্টি হয়েছে এই মহাবিশ্বের। তাই এটা বলা যায় যে, বিগব্যাং এর সময় থেকেই সময়ের সুত্রপাত। এর আগে সব ই ছিল অস্তিত্বহীন। এখন প্রশ্ন হল এখানে সময় কি? সময় একটা স্বাধীন সত্ত্বা, স্বাধীন সেট। কিন্তু পদার্থবিদ্যায় এই অভিমতের বদলে প্রচলিত ধারণা হল, সময় আর স্থান হল চতুর্মাত্রিক বিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে কালে কালে বিভিন্ন মতবাদ এসেছে। এসেছে সময়ের বিভিন্ন হিসাব। সময়ের গণনা যন্ত্রও আছে বিভিন্ন রকমের। সিজিয়াম ঘড়ি থেকে শুরু করে রুবিডিয়াম ঘড়ি নিয়ে এসেছে আজকের সভ্যতা। আমাদের এই সময় গণনা কিন্তু পুরোপুরি আপেক্ষিক একটা ব্যাপার। যা হোক, আমাদের এই সময় প্রত মুহুর্তে হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। আমর

Android এর জন্য DSLR Camera.apk

Android ফোনে RDSLT cameraer তর ডাuনলোড লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। ভাল ছবি উঠবে।    ইন্সটল করে প্রথমবার চালু করলে কিছু suggestion আসবে। Suggestion গুলো একবার দেখে নিন। আর খুব সহজে ব্যাবহার করুন DSLR Camera.  Name: DSLR Camera Pro Size: 535.9 KB Download Link:   https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoDjDvjE3KuIDvsUEFHrPkCML2706PaWv-WyOz9QKg6SRaufJW4a8ypcuA2TM60cHXFnbIMocZP9JZa0fRJ9Yxog5BqZlZjNnLeuwDPp3csAYvY3RgQgX7l59uU8Yspu6x69Ahgj9NbwEF/s1600/pRABAL+DU.jpg