সিলেট শিশু একাডেমীতে ৩২ বছর ধরে বারান্দায় ক্লাস সিলেট প্রতিনিধি |
নিজস্ব ভবন নেই শিশু একাডেমী সিলেট জেলা কার্যালয়ের। তাই ৩২ বছর ধরে ভাড়া করা স্থানেই চলছে এর কার্যক্রম। আর ভাড়া করা ওই স্থানের বারান্দার মেঝেতে ক্লাস করছে শিশুরা। শিশু একাডেমীর প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠার পরই সিলেটে এর কার্যক্রম শুরু হয়। ১৯৮২ সাল থেকে নগরের রিকাবীবাজার এলাকায় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনের দোতলা জেলা প্রশাসনের কাছ থেকে ভাড়া নিয়ে সিলেট জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দোতলার ভাড়া নেওয়া চারটি কক্ষের দুটিতে প্রশাসনিক কার্যক্রম ও অপর দুটি কক্ষে পাঠাগার ও কম্পিউটার প্রশিক্ষণের কার্যক্রম চলছে। আর জায়গার অভাবে শুরু থেকেই বারান্দার মেঝেতে শিশুদের ক্লাস চলছে। সূত্র আরও জানায়, প্রায় এক হাজার শিশু বর্তমানে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি, তবলা ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। চলতি মাসের শেষ থেকে গিটার প্রশিক্ষণ চালু করা হবে। বর্তমানে বাংলাদেশে ৬৫টি স্থানে শিশু একাডেমীর প্রশিক্ষণ ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় ঢাকা ও চট্টগ্রামের পরই সিলেটের অবস্থান। জালালাবাদ ক্যান্টনমেন্...