মহাশূন্য থেকে আইফোনের পতন!
হওয়ারই মতো ঘটনা বটে। সম্প্রতি আরবান আর্মোর গিয়ার নামে স্মার্টফোনের খাপ তৈরির প্রতিষ্ঠান এমন অদ্ভুত কাজটি করে দেখিয়েছে। গরম বাতাস ভর্তি বেলুনে করে আইফোন ৬ পাঠানো হয়েছিল মহাশূন্যে। ভিডিও ধারণ করার জন্য দুটি গোপ্রো ক্যামেরা, অবস্থান নির্ণয়ের জন্য গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) এবং একটি অতিরিক্ত ফোন ছিল সঙ্গে। আইফোন ৬-এর মোড়ক ছিল আরবান আর্মোর তৈরি। বেলুন ফেটে যাওয়ার আগে বায়ুমণন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর পর্যন্ত উঠতে দেখা যায় স্মার্টফোনটিকে। প্রচণ্ড গতিতে পতন ঠেকাতে একটি প্যারাস্যুট সঙ্গে থাকলেও সবকিছুসহ স্মার্টফোনটি বেশ গতিতেই মাটিতে আছড়ে পড়ে। তা ছাড়া, প্রায় মাইনাস ৬২ ডিগ্রি তাপমাত্রা, ঘণ্টায় ৭০ মাইল বেগের বাতাস এবং প্রতি মিনিটে ১৫০ বার ঘূর্ণন সহ্য করতে হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় ব্যাটারি অকেজো হয়ে পড়লেও চার্জ দেওয়ার পরে সম্পূর্ণ সচল দেখা যায় এই আইফোন ৬। প্রতিষ্ঠানটির প্রচারের জন্য করা হলেও এমন অদ্ভুত ড্রপটেস্ট এর আগে আর দেখা যায়নি। ভিডিও: http://bit.ly/1xeIJkG মেহেদী হাসান, সূত্র: সিনেটইউটিউবে ‘আইফোন ড্রপটেস্ট’ লিখে খুঁজলে শত শত ভিডিও পাওয়া যাবে। এই ভিডিওগুলোতে দ...