যেভাবে Internet Speed বিষয়ে অস্পষ্ট তথ্য দিয়ে আমাদের বোকা বানানো হচ্ছে (সব অপারেটর

আমাদের সবারই অভিযোগ একটাই- Internet Connection Slow । আসলে আমাদের Internet Slow না, মোবাইল কোম্পানিগুলো আমাদের সাথে ছলনা করছে।


অনেকের কাছে শুনেছি যে, জিপি 512kbps ডাটা প্যাক দিসে কিন্তু স্পীড পাই মাত্র 90-100KB/s । বাংলালিংক 1Mbps এ পাই মাত্র 128-130KB/s... এই টাইপের কিছু কথা..। প্রশ্ন হল তাহলে কি আমরা 512kbps প্যাকেজ এ 512KB/s এবং 1Mbps প্যাকেজ এ 1MB/s স্পীড পেতে চাই !!!!!!

আসলে kbps (killo bits per second) এবং KB/s (killo bytes per second) এ দুটির মধ্যে বহুত ফারাক।

1Bytes =8bits
bits কে ৮দ্বারা ভাগ করলে পাবেন bytes এককে স্পিড

অতএব, 512kbps= 64KB/s এবং 1Mbps = 128KB/s

এখন হিসাব করে দেখুন আপনার ইন্টারনেট এর প্রকৃত স্পীড কত?
আর কতকাল আমরা বোকার স্বর্গে বসবাস করব?
আর কত দিন তথাকথিত 3G নামক অচল মাল আমাদের জোর করে গিলানো হবে? 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Auto Distance

Great Quran

২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৫০ ইংরেজি ২য় পত্র